দোহা, ২২ নভেম্বর (হি. স.) : কাতার বিশ্বকাপে আজ শুরু হচ্ছে মেসিদের মহারণ । ফিফা বিশ্বকাপে মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে নামতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।গ্রুপ ‘সি’-র ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা । যে ম্যাচে অপরাজিত থাকলে বিশ্বরেকর্ড স্পর্শ করবেন মেসিরা।
পরিসংখ্যান বলছে, গত ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্য়ান নয়, পারফরম্যান্সই পার্থক্য গড়ে দেবে। বিশ্বকাপ শুরুর আগেই চোট আঘাতের বেশ কয়েকটি ঘটনা রয়েছে নীল-সাদা শিবিরে। স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে যান জিওভানি লো সেলসো। স্কোয়াড ঘোষণার পরও জোড়া ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা । সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মাঝে দু-দিন সতীর্থদের সঙ্গে থাকলেও একাকী অনুশীলন করছিলেন মেসি। আশঙ্কা তৈরি হয়েছিল, খোদ অধিনায়কেরই চোট নেই তো! সাংবাদিক সম্মেলনে সেই আশঙ্কা উড়িয়ে ভরসা দিয়েছেন। কাতারে প্রবেশের আগে আবু ধাবিতে প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। আরব আমিরশাহির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৫-০ জিতেছে আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডি মারিয়া জোড়া গোল করেছেন। একটি করে গোল এবং অ্যাসিস্ট রয়েছে মেসির। তাদের প্রথম প্রতিপক্ষ সৌদি আরবও ছন্দে রয়েছে। হার্ভ রেনার্ডের প্রশিক্ষণাধীন সৌদি আরব বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এশিয়ার সেরা দল হিসেবেই বিশ্বকাপে এসেছে। সাতটি জয়, দুটি ড্র এবং একটি মাত্র হার। প্রসঙ্গত, এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং সৌদি আরব। দু’বার জিতেছে আর্জেন্টিনা। ২০১২ সালের শেষবার একটি ফ্রেন্ডলিতে দুই দেশ মুখোমুখি হয়েছিল।
সৌদি আরবের প্রথম একাদশ: মহম্মদ আল ওয়েস, হাসান আলতাবাখতি, আব্দুলেলা আল-আমরি, আলি আল-বুলাহি, ইয়াসির আল-শাহরানি, মহম্মদ কানো, আব্দুলেলা আল মালকি, ফিরাস আল-ব্রিকা, সালেম আল-দাওয়াসারি, সলমন আল-ফারাজ, সালেহ আল-শেহরি।আর্জেন্টিনার প্রথম একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।