নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বুধবার মধ্যপ্রদেশে প্রবেশ করতে চলেছে। বুধবার মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রার প্রথম দিন অংশ নেবেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ মঙ্গলবার একথা জানিয়েছেন।
এই প্রথমবার ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে চলেছেন উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মঙ্গলবার এক টুইট বার্তায় জয়রাম রমেশ জানিয়েছেন, এক দিনের বিরতির পর বুধবার ফের শুরু হবে ভারত জোড়ো যাত্রা, এবার এই যাত্রা মধ্যপ্রদেশে প্রবেশ করবে। মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে শুরু হবে যাত্রা। অংশ নেবেন প্রিয়াঙ্কা গান্ধী।

