রাতের তাপমাত্রা দ্রুত নামছে কাশ্মীরে, সর্বত্রই হিমাঙ্কের নীচে তাপমাত্রা

শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.): রাতের তাপমাত্রা দ্রুততার সঙ্গে নামছে কাশ্মীর উপত্যকায়। কাশ্মীরের অধিকাংশ স্থানেই তাপমাত্রার পারদ এখন হিমাঙ্কের নীচে। কাশ্মীর উপত্যকার শ্রীনগর এবং কোকেরনাগ ছাড়া সমস্ত স্থানেই রাতের তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে। অন্যদিকে, লাদাখ একেবারে জমে গিয়েছে ঠাণ্ডায়।

আগের রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, কাজিগুন্দে আগের রাতের তাপমাত্রা কমে ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। পহেলগামের তাপমাত্রা নেমে মাইনাস ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে আগের রাতের তাপমাত্রা ছিল মাইনাস ৩.৫ ডিগ্রি। মাত্রাতিরিক্ত শীতে জবুথবু অবস্থা লাদাখে। কার্গিলে আগের রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৬ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৯.৮ ডিগ্রি ও দ্রাসের তাপমাত্রার পারদ নেমে মাইনাস ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।