নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ নভেম্বর৷৷ আবারো জাতীয় সড়ক ধরে দ্রুতগতিতে স্কুটি নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি স্কুটি৷ আহত সুকটির চালক৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের বনকুমারি মন্দির সংলগ্ণ এলাকায়৷
জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ জাতীয় সড়ক ধরে আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসার পথে বড়মুড়া বনকুমারি মন্দির সংলগ্ণ এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সুকটিটি৷ এতে সুকটির চালক কর্ণমনি কলই (২৫) নামের এক যুবক আহত হয়৷ পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা এবং আহত অবস্থায় এই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে আহত এই যুবকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷
2022-11-22