ধবড়ি (অসম), ২১ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলা অন্তর্গত গোলকগঞ্জের অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী ছোটগুমায় পুলিশের অভিযানে দুটি গাড়ি সহ ছয়টি গরু ও মহিষ বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই গাড়ি চালক সহ পাঁচ গবাদি পশু চোরাকারবারি।
প্ৰাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার মধ্যরাতে ছোটগুমা থানার পুলিশ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে অসমে পাচারকৃত ছয়টি গরু ও মহিষবাহী এএস ০১ ইসি ৯০৬২ নম্বরের পিকআপ ভ্যানের দুই চালককে আটক করে। একই অভিযানে এএস ০১ এওয়াই ২৩৯৪ নম্বরের আরেকটি গাড়ি সহ তিন গবাদি পশু পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃত চালক এবং গবাদি পশু পাচারকারীদের যথাক্ৰমে রহিম বাদশা, সাদ্দাম হুসেন, নসমত আলি, আজাদ আলি এবং রমজান আলি বলে পরিচয় পাওয়া গেছে। পরে জিজ্ঞাসাবাদে স্বীকরোক্তির ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।