জাজপুর, ২১ নভেম্বর (হি.স.): ওডিশার জাজপুর জেলায় লাইনচ্যুত হওয়ার পর স্টেশনের ওয়েটিং হলে ধাক্কা মারল একটি মালগাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইস্ট কোস্ট রেলওয়ের (ইসিওআর) খোর্ধা রোড রেলওয়ে বিভাগের অধীনে ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনের কোরেই স্টেশনে।
আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েকজন ওয়াগন ও ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে থাকতে পারেন। নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইসিওআর দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি ডঙ্গোয়াপোসি থেকে ছত্রপুরের দিকে যাচ্ছিল। এই মালগাড়ির আটটি ওয়াগন লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার কারণে উভয় লাইন অবরুদ্ধ, এই রুটে ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। রেল সূত্রের খবর, যাত্রীরা প্ল্যাটফর্মে এবং ওয়েটিং হলে নিজেদের গন্তব্যের জন্য ট্রেন ধরার অপেক্ষা করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই মালগাড়িটি হঠাৎ ওয়েটিং হলের মধ্যে ঢুকে পড়ে। তখন সকাল ৬.৪৪ মিনিট, ওয়েটিং হলে ধাক্কা মারার পর ফুট ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিন থেকে চারটি ওয়াগন থেমে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় মালগাড়ির গতি অনেক বেশি ছিল।