সিটের তলবে হাজির হলেন না তেলঙ্গানার বিজেপি নেতা বি এল সন্তোষ

হায়দরাবাদ, ২১ নভেম্বর (হি.স.) : আজ তেলঙ্গানার বিশেষ তদন্তকারী দলের (সিট) সামনে হাজির হলেন না বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। তিনি বলেন, এখনও দিল্লি পুলিশের মাধ্যমে আমায় নোটিস দেওয়া হয়নি। রাজ্যে বিধায়ক কেনাবেচা কাণ্ডে যোগ থাকার অভিযোগ রয়েছে সন্তোষের বিরুদ্ধে। তাঁকে তলব করেছিল তেলঙ্গানা পুলিশ।

ফাঁস হয়ে পড়েছে কিছু ভিডিও এবং অডিও টেপ যার জেরে বিধায়ক কেনাবেচায় নাম জড়িয়েছে বিজেপির শীর্ষ নেতার। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী একে স্টিং অপারেশন বলে দাবি করেছেন। প্রকাশ্যে আসা এই টেপগুলোতে যে স্বর, ই-মেল রয়েছে তার সঙ্গে বি এল সন্তোষের আপাত যোগ নেই। কিন্তু সিট সূত্রের দাবি, তাদের কাছে এ বিষয়ে এক লক্ষ পাতার প্রমাণ রয়েছে। এও জানা গেছে, এই মুহূর্তে আরও কোনও তথ্য প্রকাশ করতে বারণ করা হয়েছে সিটকে।
গত ১৬ অক্টোবর নোটিস জারি করে সোমবার সকাল সাড়ে ১০টায় সন্তোষকে হাজিরা দিতে বলেছিল সিট। হায়দরাবাদের পুলিশের সদর দফতরে উপস্থিত হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি যাননি। বিজেপি সূত্র জানিয়েছে, দিল্লি পুলিশের মারফত হয়ে নোটিস পাওয়ার কথা ছিল সন্তোষের কিন্তু তিনি দিল্লিতে নেই। এ ব্যাপারে দিল্লি পুলিশকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *