রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বিশেষ পুরস্কারে সম্মানিত করতে চলেছে শাহরুখ খানকে

মুম্বই, ২১ নভেম্বর (হি. স.) : নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন শাহরুখ খান। সেই কারণে বিভিন্ন সময় বিভিন্ন সম্মান পেয়েছেন তিনি।এবার বলিউডে শাহরুখের এই অবদানকে মাথায় রেখে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ বিশেষ পুরস্কারে সম্মানিত করতে চলেছে তাঁকে।

এবার সৌদি আরবে বসতে চলেছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর আসর। এই উৎসব ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। মোট ৬১টি দেশের ৪১টি ভাষার ১৩১টি ফিচার ছবি দেখানো হবে সেখানে। সেখানেই বিশেষ সম্মানে সম্মানিত ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতা শাহরুখ খান। তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। প্রচুর হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। বহু পুরস্কারে সম্মানিতও হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *