হাফলং (অসম), ২১ নভেম্বর (হি.স.) : বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডিমা হাসাও জেলা প্রশাসন গুচ্ছ কার্যসূচি গ্রহণ করেছে। গত ১৮ নভেম্বর থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে জেলা প্রশাসন লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন করছে।
আগামী ২৪ নভেম্বর জেলা পর্যায়ে হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এদিকে সোমবার লাচিত বরফুকনের জন্মজয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাফলং শহরে সাফাই অভিযান চালানো হয়। ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ নিজে ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে নামেন। তাছাড়া এদিনই হাফলং সরকারি হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার এই রক্তদান শিবিরের সূচনা করেন জেলাশাসক নাজরিন আহমেদ।