নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): বায়ুদূষণের মধ্যেই ফের একবার মরশুমের শীতলতম দিন উপভোগ করল দিল্লি। সোমবার সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা কমে ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবার সকালে বেশ ভালোই ঠাণ্ডা ছিল দিল্লিতে, সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। এই মরশুমে সোমবারই এতটা তাপমাত্রা নামল দিল্লিতে। এর আগে গত শনিবারও শীতলতম দিন উপভোগ করেছিল দিল্লি, সেই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি।
এদিকে, বায়ুদূষণের কারণে এখনও নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। রাজধানী দিল্লির বাতাস সোমবার ফের খারাপের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদিন সকাল ৯.১০ মিনিট নাগাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেড়ে ৩১৬-এ পৌঁছেছে। যা খারাপের পর্যায়েই পড়ে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের নয়ডা ও হরিয়ানার গুরুগ্রামেও বেড়েছে বায়ুদূষণ।