স্বাস্থ্যসাথীর অপব্যবহারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : স্বাস্থ্যসাথী প্রত্যাখ্যান-অপব্যবহার থেকে রোগী রেফারের সমস্যা নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ’সবকিছু আমাকে বলে দিতে হবে? নিজের কাজ নিজেকে বুঝে নিতে হবে। কোনও লবিবাজি চলবে না।’

স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো নিয়ে আগেও বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেছিলেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিলের কথাও বলেছিলেন তিনি। এদিনও সেকথা মনে করিয়ে দেন। এই কার্ড অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসমস্ত সমস্যা সমাধানের জন্য প্রতি মাসে জেলাশাসকদের বৈঠকে বসার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। যারা কার্ডের অপব্যবহার করছেন তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবায় একাধিক গাফিলতি নিয়ে রুষ্ট তিনি। নবান্নর বৈঠক থেকে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে কড়া হওয়ার পরামর্শ দিলেন তিনি। নির্দেশ দেন, মাঝেমধ্যেই হাসপাতাল আচমকা ঘুরে দেখুন।

এদিন স্বাস্থ্যসচিবকেও গাফিলতির বিরুদ্ধে কড়া হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, “তুমি খুব উইক। শক্ত হও। প্রয়োজনে নরম আবার প্রয়োজনে কড়া হও।” মুখ্যমন্ত্রীর পরামর্শ, “মাঝে মাঝে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট কর। ফেয়ার প্রাইস শপে যাও। সাধারণ মানুষের লাইনে দাঁড়াও।” তবেই সাধারণ মানুষের সমস্যার কথা বোঝা যাবে বলে মত মমতার। পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে অবিলম্বে নিয়োগের কথাও বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *