সুরাট, ২১ নভেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপিকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, আদিবাসীরা শহরে বাস করুক, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান হোক, তা বিজেপি চায় না। একইসঙ্গে তিনি বলেছেন, আদিবাসীরাই ভারতের প্রথম মালিক কিন্তু বিজেপি তাদের ‘বনবাসী’ বলে।
সোমবার গুজরাটের সুরাটে একটি নির্বাচন জনসভায় অংশ নেন রাহুল গান্ধী। সেখানেই নানা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তুলে ধরেছেন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার কথাও। রাহুল গান্ধী এদিন বলেছেন, আদিবাসীরাই ভারতের প্রথম মালিক, কিন্তু বিজেপি তাদের ‘বনবাসী’ বলে। যাঁদের জমি বিজেপি কেড়ে নিয়ে ২-৩ জন শিল্পপতির হাতে তুলে দেয়। আদিবাসীরা শহরে বাস করুক, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান হোক, তা বিজেপি চায় না।