নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : শ্রদ্ধা হত্যা মামলার তদন্ত দিল্লি পুলিশের কাছ থেকে সিবিআই-র কাছে হস্তান্তরের দাবিতে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। একজন আইনজীবীর করা আবেদনে বলা হয়েছে, পুলিশ তদন্ত সংক্রান্ত প্রতিটি তথ্য গণমাধ্যমে ফাঁস হচ্ছে। ছয় মাস আগে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে পারে নি পুলিশ, তাই তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া উচিত।
পিটিশনে বলা হয়েছে, দিল্লি পুলিশের তদন্ত সংক্রান্ত তথ্য ফাঁসের কারণে প্রমাণ উদ্ধারের জায়গায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের আন্দোলন চলছে। মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে এবং জনগণ বিনা বিচারে আফতাবের ফাঁসির দাবি জানাতে শুরু করেছে।
দিল্লির সাকেত আদালত ১৮ নভেম্বর রোহিণীতে ফরেনসিক ল্যাবকে পাঁচ দিনের মধ্যে অভিযুক্ত আফতাবের নারকো টেস্ট করার নির্দেশ দিয়েছে। ১৭ নভেম্বর আদালত আফতাবের পুলিশি হেফাজত পাঁচ দিনের জন্য বাড়িয়েছে।
আফতাবের সঙ্গেই থাকতেন শ্রদ্ধা। আফতাব শ্রদ্ধাকে খুন করে দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে লাশ বিভিন্ন স্থানে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। আফতাবের নির্দেশে পুলিশ শ্রদ্ধার বেশ কয়েকটি অঙ্গ উদ্ধার করেছে বলে দাবি করা হয়েছে।