মহারাষ্ট্র: ৩৩৭/৫ (৫০ ওভার)
ত্রিপুরা: ২১২ (৫০ ওভার)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। প্রথম ম্যাচে পরাজয় দিয়েই শুরু ত্রিপুরার। অনেকটা সিনিয়র ক্রিকেট দলের মতোই। বিসিসিআই আয়োজিত জাতীয় অনূর্ধ্ব ২৫ ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা আজ প্রথম খেলায় মহারাষ্ট্রের কাছে হেরেছে। তাও ১২৫ রানের বিশাল ব্যবধানে। ত্রিপুরার সামনে মহারাষ্ট্রের গড়া ৩৩৭ রানের পাহাড় প্রমাণ স্কোর বাধা হিসেবে দাঁড়িয়েছিল। কেরালায় টুর্নামেন্ট। সেন্ট জেভিয়ার্স কে সি এ ক্রিকেট গ্রাউন্ডে সীমিত ওভারের খেলা। টস জিতে মহারাষ্ট্র প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং উইকেটের ফায়দা তুলে নেয় পুরোপুরি ভাবে। নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মহারাষ্ট্র ৩৩৭ রান সংগ্রহ করে। প্রারম্ভিক দুই ব্যাটসম্যান ৪১ রানের মধ্যে প্যাভেলিয়নের ফিরলেও পরবর্তী ধাপে ব্যাট হাতে নেমে বীরের ৯৬ রান এবং এ কাটের ১৩৫ রানের ইনিংস দলকে পাহাড় প্রমাণ রান গড়তে সাহায্য করে। কাটে ১১৩ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাকিয়ে ১৩৫ রান পায়। ত্রিপুরার ইন্দ্রজিৎ দেবনাথ তিনটি এবং অর্জুন দেবনাথ দুটি উইকেট পেয়েছে। যেভাবে ত্রিপুরা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে শংকর পালের ৫৩ রান ও শ্যাম শাকিল গনের ৩৩ রান উল্লেখযোগ্য। মহারাষ্ট্রের বীর একাই চারটি উইকেট তুলে নিয়েছে। এছাড়া যাদব ও সিন্দে পেয়েছে দুটি করে উইকেট। মহারাষ্ট্র ১২৫ রানের বড় ব্যবধানে জয়ী হয়েছে। দিনের খেলা: গুজরাট বনাম ত্রিপুরা, স্পোর্টস হাব ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, তিরুবানন্তপুরম।

