লালবাহাদুর – জুয়েলসের ম্যাচ দিয়ে রাখাল শীল্ড ফুটবলের শুরু সোমবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। রাখাল শিল্ড প্রাজমানি নক আউট ফুটবলের উদ্বোধন আজ। উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত এবারের আসরের উদ্বোধন করবেন মেয়ের দীপক মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন রাখাল দেবের পরিবারের সদস্য, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরি সহ সংস্থার কর্তারা। দুটি দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। যেহেতু মরশুমে প্রথম ম্যাচ তাই কোনও দলকেই তেমনভাবে এগিয়ে রাখা যাচ্ছে। দুদলই মূলত ভরষা স্থানীয় ফুটবলারদের নিয়ে। দুদলেই দুজন করে মিজোরানের ফুটবলার রয়েছে। তবে ময়দানে যতটুকু খবর জুযেলসের মালসুম দুঙ্গা অনেক উচু মানের মাঝমাঠের ফুটবলার। অনুশীলন শেষে এদিন লালবাহাদুর কোচ খোকন সাহা স্পষ্টভাবেই বলেন,”তেমন আহামরি দল নয় আমাদের। তবে ছেলেরা লড়াই করবে। মাঠ সমস্যায় তেমনভাবে আমরা অনুশীলন করাতে পারেনি। তাই কিছুটা সমস্যা। তবে আজ জয় পেলেই অন্যরূপে দেখা যাবে আমাদের”। অপরদিকে উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া নিয়ে আশাবাদী জুয়েলয় শিবিরও। কোচ কর্ণেন্দু দেববর্মা আপ্রাণ চেষ্টা করেছেন গোটা দলকে একসুতোয় বঁাধতে। কর্ণেন্দু বলেন,”ছেলেরা যদি নিজেদের খেলা খেলতে পারে তাহলে ফুটবলপ্রেমীরা ভালো খেলা দেখলতে পারবেই”। প্রসঙ্গত:‌ এবছর আসরে অংশ নিয়েছে ৬ দল। গেলোবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সঙ্ঘ এবং রানার্স ফরোয়ার্ড ক্লাব সরাসরি বাই পেয়ে সেমিফাইনালে কেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এবছর এগিয়ে চলো, ফরোয়ার্ডের পাশাপাশি লালবাহাদুর ব্যায়মাগার অনেকটা ভালো দল গড়েছে। ফলে শিল্ড দখলের লড়াই হবে জমজমাট তা বলাবাহুল্য। ফলে ফুটবলপ্রেমীরাও ভালো খেলা দেখতে পারবে আশা করা যাচ্ছে।