মহারাষ্ট্রের শেষদিনে বুলধানা থেকে ফের শুরু রাহুলের ভারত জোড়ো যাত্রা

বুলধানা, ২০ নভেম্বর (হি.স.) : রবিবার ৭৪তম দিনে প্রবেশ করল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। এদিন বুলধানার ভেন্ডভাল থেকে সাইরাম এগ্রো সেন্টারে রাতের বিরতির পর সকাল ৬টা থেকে ফের যাত্রা শুরু হয়েছে। এদিন মহারাষ্ট্রের শেষদিন, রাতে মধ্যপ্রদেশে প্রবেশ করবে। পদযাত্রায় গান্ধীকে অভ্যর্থনা জানাতে বিপুল সংখ্যক লোক সারিবদ্ধ হয়েছিলেন এবং তিনি তাদের সাথে বার্তালাপও করেন।

পদযাত্রাটি জলগাঁও-জামোদ তালুকে কভার করবে এবং মধ্যপ্রদেশের বুরহানপুরে রাত্রি যাত্রার জন্য এগিয়ে যাওয়ার আগে একটি কর্নার মিটিং দিয়ে মহারাষ্ট্রের সফর শেষ করবে। পদযাত্রায় সোমবার বিশ্রামের দিন থাকবে যখন গান্ধী গুজরাটে কংগ্রেসের পক্ষে প্রচার করবেন। প্রসঙ্গত, আগামী ১ এবং ৫ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেসের ভারত জোড়া যাত্রা ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *