কলকাতা, ২০ নভেম্বর (হি. স.): রবিবার চিরতরে চিরঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । ইতিমধ্যেই হাওড়ায় বেসরকারি হাসপাতাল থেকে অভিনেত্রীর কুদঘাটের বাড়ি থেকে শেষবারের জন্য তাঁর মরদেহ নিয়ে আসা হয় টেকনিশিয়ান স্টুডিওতে । ঐন্দ্রিলাকে শেষশ্রদ্ধা জানাতে টেকনিশিয়ান্স স্টুডিয়োয় ভিড় করেন তার সহকর্মীরা ।
দীর্ঘ লড়াই শেষ করে চিরতরে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন ঐন্দ্রিলা শর্মা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। সেই থেকে শুরু হয় লড়াই। কিন্তু লড়াই শেষ করে আর ফেরা হলো না বাড়ি। রবিবার সমস্ত চেষ্টাকে বৃথা করে চিরতরে চির ঘুমের দেশে ঐন্দ্রিলা। শনিবার রাতে প্রায় ১০ বার হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। তবুও চলছিল তার চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হলো না। ২০ দিনের কঠিন জীবন যুদ্ধকে শেষ রবিবার ১২.৫৯ মিনিটে চিরতরে না ফেরার দেশে পাড়ি দিলেন ঐন্দ্রিলা । এদিন কেওড়াতলা মহাশ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর । আর তারই আগে টেকনিশিয়ান স্টুডিওতে শেষ বারের জন্য নিয়ে আসা হয় ঐন্দ্রিলার মরদেহ । সেখানে তাঁকে চোখের জলে বিদায় জানান তাঁর সহকর্মীরা ।