দোহা, ২০ নভেম্বর (হি.স.) : আজ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই বিরাট বড় ধাক্কা গত বারের চ্যাম্পিয়ন দল ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ছিটকে গেলেন ব্যালন ডি’অর জয়ী তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। শনিবার রাতে ফরাসি দলের অনুশীলনের সময় চোট পান ৩৪ বছর বয়সি তারকা। এই চোটের ফলেই তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।
বাঁ-দিকের উরুতে অনুশীলনের সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা। বেঞ্জেমা শনিবার ফরাসি দলের হয়ে প্রথমবার সম্পূর্ণ অনুশীলনে অংশগ্রহণ করছিলেন, আর সেই অনুশীলনেই লাগে চোট। ব্যথা অনুভব করায় প্রাথমিকভাবে তিনি অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। তারপরেই পরীক্ষার পর ফরাসি ফুটবল ফেডারেশনের তরফে বেঞ্জেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। এক বিবৃতিতে ফেডারেশনের তরফে বলা হয়, ‘করিম বেঞ্জেমা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বাঁ-দিকের উরুতে চোট পাওয়ায় তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না। দোহার এক হাসপাতালে ওঁর এমআইএর করার পর জানা যায় ওঁর পেশি ছিঁড়ে গিয়েছে।’