দোহা, ২০ নভেম্বর (হি.স.) : অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। রবিবার কাতারের রাজধানী দোহার আল বায়াত স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধে সাতটায় শুরু হবে এবারের বিশ্ব কাপ ফুটবল। উদ্বোধনী ম্যাচে খেলবে আয়োজক দেশ কাতার এবং লাতিন আমেরিকার ইকোয়েডর। ফুটবল কৌলীন্যের বিচারে এই দুই দেশের তেমন সুনাম নেই। কিন্তু বিশ্ব কাপের উদ্বোধন বলে কথা। সে জন্য স্টেডিয়ামের ষাট হাজার টিকিটই বিক্রি হয়ে গেছে।
উদ্বোধনী ম্যাচের আগে থাকছে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। তাতে সারা বিশ্বের সুন্দরী গায়িকারা, নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন। এই তালিকায় আছেন ভারতের নোরা ফাতেহি। তবে শুরুতে শোনা গিয়েছিল কলম্বিয়ার পপ সিঙ্গার সাকিরা উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করবেন। কিন্তু শেষ পর্যন্ত জানা যাচ্ছে তিনি আসছেন না।
সাধারণত জুন-জুলাই মাসে বিশ্ব কাপের আসর বসে। কিন্তু জুন-জুলাইয়ে কাতারের আবহাওয়ায় বাড়ি থেকে বেরনোই মুশকিল। তাই শীত কালে বসছে এবারের আসর। এই প্রথম শীতকালে বিশ্ব কাপের আসর বসায় তারকাদের সুবিধে এবং অসুবিধে দুই-ই হতে পারে। বিশ্বের বেশির ভাগ তারকাই খেলেন ইউরোপে। তাদের দেশের লিগগুলো খেলতে খেলতে তারকারা হাজির হয়েছেন বিশ্ব কাপে।
এবারের বিশ্ব কাপে প্রথম মেয়ে রেফারিরা ম্যাচ পরিচালনা করবেন। এ জন্য তিনজন রেফারি এবং তিন সহকারি রেফারিকে বেছে নিয়েছে ফিফা। কাতার বিশ্ব কাপের ফাইনালের টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ৬৬ হাজার টাকা। তবে তাতে কোনও অসুবিধে নেই। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা জড়ো হচ্ছেন কাতারে। তবে স্টেডিয়ামে বিয়ার পাবেন না তারা। কাতার সরকার স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে। তবে প্রকৃত ফুটবলপ্রেমীদের তাতে কোনও সমস্যা নেই।