নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ রবিবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কনভেনশন৷ ১৬ দফা দাবিকে সামনে রেখে রবীন্দ্র ভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হয়৷
ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর উদ্যোগে রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কনভেনশন৷ ১৬ দফা দাবিকে সামনে রেখে এই কনভেনশন করা হয়৷ এই কনভেনশনের মধ্যদিয়ে একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়৷ রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের আর্থিক বঞ্চনা নিয়ে আগামি দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনী৷ সেই লক্ষ্যেই এই কনভেনশন৷ উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ সাহা, প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল রায়, ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক শ্যামল সাহা সহ অন্যান্যরা৷
2022-11-20