মিজোরাম-১৪৪ & ২০/৩
ত্রিপুরা- ২৮৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। সরাসরি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ত্রিপুরা। এখন লক্ষ্য বোনাস নিয়ে জয় পাওয়া। আজ সকালে ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে পারলে সেই স্বপ্নও পূরণ হবে। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। গুজরাটের গকুলভাই সোমা ভাই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয দিনের শেষেই জয়ের গন্ধ পেতে চলেছে ত্রিপুরার ক্রিকেটাররা। ইনিংস পরাজয় এড়াতে মিজোরানকে আরও ১২৫ রান করতে হবে। হাতে রয়েছে ৭ উইকেট। ফলে বড় কোনও অঘটন না ঘটলে আজ তৃতীয় দিনেই জয় পেয়ে যাবে ত্রিপুরা। মিজোরামের ১২৪ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংসে ২৮৮ রান করে। ১৪৪ রানে পিছিয়ে থেকে মিজোরাম দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রান করে। প্রথম দিনের ৩ উইকেটে ৭৩ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরার অধিনায়ক আনন্দ ভৌমিকের অধিনায়কোচিত ইনিংসে ত্রিপুরা প্রথম ইনিংসে ২৮৮ রান করে। দলের অন্যদের ব্যর্থতার মাঝে উজ্জ্বল ছিলো দলনায়কের ব্যাটিং। বুক চিতিয়ে লড়াই করে ত্রিপুরাকে জয় স্বপ্ন দেখান আনন্দ। প্রথম সপ্তজিৎ দাসের সঙ্গে ১৫৩ বলে ৭৯ রান এবং পরে অর্কজিৎ দাসের সঙ্গে ১৫৭ বল ৮০ রান যোগ করেন আনন্দ। শেষ পর্যন্ত আনন্দ ২২১ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ত্রিপুরার পক্ষে সপ্তজিৎ দাস ৮৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং অর্কজিৎ দাস ৭৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। মিজোরামের জোহান (৭/৫৯) সফল বোলার। ১৪৪ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে ২১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০ রান করতে সক্ষম হয়। দলনায়ক ভানলাল ২০ বল খেলে ১১ রান করেন। ত্রিপুরার পক্ষে দেবরাজ দে (২/১৩) এবং অর্কজিৎ দাস (১/০) সফল বোলার।

