নগাঁয়ের কচুয়ায় বালিবাহী টাটা ম্যাজিকের চাকায় পিষ্ট শিশু

কামপুর (অসম), ২০ নভেম্বর (হি.স.) : নগাঁও জেলার দক্ষিণাঞ্চল, কামপুর রাজস্ব সার্কলের কচুয়া এলাকায় বালি পরিবাহী একটি টাটা ম্যাজিকের চাকায় পিষ্ট হয়েছে এক শিশু। দুর্ঘটনায় নিহত শিশুকে বছর পাঁচের রমজান আলি বলে পরিচয় পাওয়া গেছে।

ঘটনটি আজ রবিবার সকালে কচুয়া থানার অন্তৰ্গত লংজাপ মাজগাঁওয়ে সংঘটিত হয়েছে। ইতিমধ্যে থানা থেকে পুলিশের দল গিয়ে রমজান আলির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা নগাঁওয়ে ভোগননি ফুকননি অসামরিক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রের খবর, লংজাপ থেকে কচুয়ার দিকে বালি পরিবাহী মিনিট্রাক এএস ০২ সিসি ৭১৫২ নম্বরের ঘাতক টাটা ম্যাজিকটি আসছিল। তখন মাজগাঁওয়ে রাস্তার পাশে রমজানকে ধাক্কা মেরে ফেলে চাকা দিয়ে চ্যাপ্টা করে দিয়েছে টাটা ম্যাজিকটি। ইতিমধ্যে কচুয়া পুলিশ ঘাতক গাড়িকে বাজেয়াপ্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *