গুজরাটে কোচবিহার ট্রফি, মিজোরামের বিরুদ্ধে ১ম ইনিংসে লিড নেওয়ার লক্ষ্যে ত্রিপুরা

মিজোরাম: ১৪৪

ত্রিপুরা: ৭৩/৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। মিজোরাম যেন ডার্ক হর্স। প্রথম ইনিংসে ১৪৪ রান করাটাও কিন্তু মন্দ নয়। কোচবিহার ট্রফির অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের চার দিনের ম্যাচ ত্রিপুরা বনাম মিজোরামের খেলা গুজরাটের নাদীয়াদে গোকুলভাই সোমা ভাই প্যাটেল স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় মিজোরামের ১৪৪ রানের জবাবে ত্রিপুরা দিনের খেলা শেষে তিন উইকেটে ৭৩ রান সংগ্রহ করেছে। খেলা শুরুতে টস জিতে ত্রিপুরার অধিনায়ক আনন্দ ভৌমিক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মিজোরামকে আমন্ত্রণ জানায় ব্যাটিং করার জন্য। মিজোরাম ৫৮ ওভার ৫ বল খেলে ১৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে জোহান সর্বাধিক ৪২ রান করে। রাজ্য দলের দেবরাজ দে ও দীপ্তনু চক্রবর্তী তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে ত্রিপুরা ২৮ ওভার ১ বল খেলে তিন উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওপেনার দিপজয় দেব ৩৬ রানে আউট হলেও দীপ্তনু চক্রবর্তী উইকেটে রয়েছে ব্যক্তিগত ৯ রান নিয়ে। এছাড়া, প্রীতম দাস তের রানে এবং নবারুণ চক্রবর্তী (১১) আউট হয়েছে। ত্রিপুরা দল এই মুহূর্তে ৭১ রানে পিছিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে আরও সাতটি। আশা করা হচ্ছে ত্রিপুরা অবশ্যই প্রথম ইনিংসে লিড নেবে। তবে অপেক্ষায় আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম বেলার খেলার দিকে।