বারাণসী, ১৯ নভেম্বর (হি.স.) : শনিবার একটি বিশেষ বিমানে তাঁর সংসদীয় এলাকা বারাণসী পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীকে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
বিজেপি সাংসদ বিপি সরোজ, জেলা পঞ্চায়েত সভাপতি পুনম মৌর্য, মেয়র মৃদুলা জয়সওয়াল, পিন্দ্রার বিধায়ক ডঃ অবধেশ সিং, বারাণসী জোনের এডিজি রামকুমার, কমিশনার কৌশল রাজ শর্মা, আইজি কে সত্যনারায়ণ, ৩৯ জিটিসি এয়ার কমোডর প্রমুখ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকেও স্বাগত জানান। এখানে কিছুক্ষণ আনুষ্ঠানিক আলোচনা শেষে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে বিএইচইউ হেলিপ্যাডের উদ্দেশে রওনা হন। বিএইচইউ হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যে গাড়িবহরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্ফিথিয়েটার মাঠে পৌঁছান। এখানে প্রধানমন্ত্রী মাসব্যাপী ‘কাশী-তামিল সঙ্গম’-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী কবি তিরুভাল্লুভারের লেখা এবং ১৩টি ভাষায় অনূদিত ‘তিরুক্কুরাল’ বইটি প্রকাশ করবেন। এ সময় প্রধানমন্ত্রীকে ‘কাশী-তামিল সঙ্গম’ ভিত্তিক একটি কফি-টেবিল বই উপহার দেওয়া হবে। মঞ্চের কাছে কুটিরে, প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নয়টি আদিনামের (ধর্মাচার্য) এবং তামিলনাড়ুর ২১০ জন ছাত্রের সাথে মতবিনিময় করবেন। এরপর জনসভায় ভাষণ শেষে বিএইচইউ হেলিপ্যাড থেকে বাবাপুর বিমানবন্দরে এসে বিকেল সাড়ে ৪টার দিকে পরবর্তী গন্তব্যে রওনা হবেন।