সাফাই কর্মীদের সন্তানদের সুযোগ সুবিধা প্রদানে পুর নিগমের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমের সাফাই কর্মচারীদের সন্তানদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে শনিবার  সিটি সেন্টারস্থিত আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে অবগত করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷
তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে পুর নিগমের সাফাই কর্মচারীদের সন্তানদেরকে বছরে ৩৫০০ টাকা করে প্রদান করা হবে৷ এই ক্ষেত্রে যারা বিভিন্ন হোস্টেলে থাকবে তাদের বছরে সাত হাজার টাকা করে দেওয়া হবে৷ প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাবে সাত হাজার এবং তৃতীয় থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা পাবে ৮ হাজার টাকা৷ প্রতি ঘড়ের সমস্ত সন্তান এই প্রকল্পের আওতায় আসবে৷ এই প্রকল্পের মাধ্যমে সাফাই কর্মচারীদের সন্তানরা প্রত্যেকের সঙ্গে পড়াশুনায় অংশ গ্রহণ করতে পারবে৷ আগামী দিনে রাজ্যের উন্নয়নে তারা কাজ করতে পারবে৷ এই প্রকল্প গ্রহণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান মেয়র৷ পুর নিগম নিজস্ব আয় থেকে এই অর্থ প্রদান করছে৷ এখন পর্যন্ত ১০৮৭ জন আবেদন করেছেন বিশেষ প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য৷ সাফাই কর্মচারীদের জীবনের মান উন্নয়নের জন্য এই প্রকল্প কার্যকর করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ মোট সাফাই কর্মীর সংখ্যা ২৫৮০ জন৷ ৫০০ টি হেলথ কার্ড সাফাই কর্মীদের দেওয়া হয়েছে৷  এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, শ্রম দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, তপশিলী উন্নয়ন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস এবং আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডা: শৈলেশ কুমার যাদব৷