শ্রীনগর, ১৯ নভেম্বর (হি.স.): মেঘলা আকাশে পারদ চড়ল জম্মু ও কাশ্মীরে। পারদ ঊর্ধ্বমুখী কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। তবুও লাদাখের সর্বত্রই শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে। আগামী ২৪ ঘন্টায় মধ্যে কাশ্মীরের কোথাও কোথাও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস।
পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস ও গুলমার্গে মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এখন হাড় কাঁপানো ঠাণ্ডা। দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.১ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস ও লেহ-তে মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতেও শীত বাড়ছে, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।