জন্মবার্ষিকীতে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানালেন সংসদ সদস্যরা

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : শনিবার লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সংসদ ভবনের সেন্ট্রাল হলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাজ্যসভার বিরোধী দলের নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদ সদস্য এবং প্রাক্তন সাংসদরা ইন্দিরা গান্ধীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার মহাসচিব উৎপল কুমার এবং রাজ্যসভার মহাসচিব পি.সি. মোদী এবং সংসদের উভয় সচিবালয়ের কর্মকর্তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এই উপলক্ষে, সারা দেশে রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্কুল ও কলেজ থেকে নির্বাচিত যুব অংশগ্রহণকারীরা ইন্দিরা গান্ধীকে পুষ্পস্তবক অর্পণ করার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।