জম্মু, ১৯ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে নির্বাচনের পক্ষে সওয়াল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। শনিবার জম্মু ও কাশ্মীরের আখনুরে এক জনসভায় ফারুক আব্দুল্লাহ বলেছেন, আমাদের এখানে ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই চাকরি কোথায় গেল? আমাদের ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং আমাদের সন্তানরা সবাই কর্মহীন। একজন রাজ্যপালের পক্ষে সমস্ত কিছু করা সম্ভব নয়, আপনারা তাঁকে প্রশ্নও করতে পারেন না। তাই বলতে চাই নির্বাচন গুরুত্বপূর্ণ।
ফারুক আব্দুল্লাহ এদিন আরও বলেছেন, আমরা কখনই পাকিস্তানের সঙ্গে হাত মেলাইনি। জিন্নাহ আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু আমরা তাঁর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করি। পাকিস্তানের মানুষ ক্ষমতায়িত নয় এ জন্য আমরা খুশি। ফারুকের কথায়, কোনও ধর্মই খারাপ নয়, মানুষই কলুষিত, কোনও ধর্ম নয়… তারা নির্বাচনের সময় ”হিন্দু খাতরে ম্যায় হ্যায়” শব্দ ব্যবহার করবে…।