বকেয়া সহ অন্যান্য দাবির ভিত্তিতে করিমগঞ্জে পুর কর্মচারী সংস্থার ধরনা

করিমগঞ্জ (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : সারা অসম পুর কর্মচারী সংস্থার আহ্বানে গোটা রাজ্য জুড়ে চলছে আন্দোলন। বকেয়া সহ আরও বিভিন্ন দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে আজ শনিবার এক ঘণ্টার ধরনা কর্মসূচি সংগঠিত হয়েছে করিমগঞ্জে।

নির্দিষ্ট সূচি অনুযায়ী আজ শনিবার তাঁদের প্রতিবাদী কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। সারা অসম পুর কর্মচারী সংস্থার করিমগঞ্জ জেলা শাখার পদাধিকারী রাহুল চক্রবর্তী ও সঞ্জয় দাস জানান, তাঁদের আন্দোলনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে। তাঁরা বলেন, রাজ্যের পুরকর্মচারীরা বেতন থেকে বঞ্চিত বহু মাস ধরে। ইতিমধ্যে সরকারের তরফে বেতনের টাকা মঞ্জুরের কথা জানানো হলেও কর্মচারীরা ততোটা খুশি হতে পারেননি। যার ফলে পুরকর্মচারীরা আন্দোলনের পথকে বেছে নিয়েছেন।

ইতিমধ্যে রাজ্যের প্রত্যেক বিধায়কের কাছে কর্মীদের দাবি সংক্রান্ত স্মারকপত্রও তুলে দেওয়া হয়েছে। তাঁরা বলেন, এই আন্দোলন শুধু করিমগঞ্জে নয়। সারা অসম পুরকর্মচারী সংস্থার আহ্বানে গোটা রাজ্য জুড়ে চলছে আন্দোলন। প্রতিটি জেলা কমিটির তরফে বৃহস্পতিবার বিধায়কদের হাতে তাঁদের দাবি সংবলিত স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে। আর আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধরনা শেডে তাঁরা অবস্থানে বসেছেন। এক ঘণ্ট ধরনা কর্মসূচি শেষে বিভিন্ন দাবি সংবলিত স্মারকপত্র দেওয়া হয় জেলাশাসককে।
এর পর ২২ নভেম্বর গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে আন্দোলন কর্মসূচি রূপায়িত হবে। পরবর্তী পর্যায়ে ২৫ নভেম্বর গোটা রাজ্য জুড়ে ধরনা কর্মসূচি তাঁরা পালন করবেন বলে জানান। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম, ৩৭ মাসের বকেয়া শীঘ্রই চুকিয়ে দেওয়া এবং মাসের শেষদিন বেতন প্রদান করা হবে বলে নিশ্চিত করা।