আগরতলা, ১৯ নভেম্বর (হি. স.) : আগামী ৭৫ দিন দিবা-রাত্র কঠোর পরিশ্রম করতে হবে, তবেই ত্রিপুরায় আবার পদ্ম ফুটবে। আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংযুক্ত মোর্চার বৈঠকে দলীয় কার্যকর্তাদের এই নিদান দিলেন বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে। প্রসঙ্গত, এদিন ওই বৈঠকে বিজেপির সাতটি মোর্চা, ১০টি সাংগঠনিক জেলা এবং ৬০টি মন্ডলের সমস্ত পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির রোডম্যাপ এদিন এঁকে দেওয়া হয়েছে।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তাওরে জোর গলায় দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের জয় নিশ্চিত। বিজেপি পুণরায় সরকার গঠন করবে। এদিন তিনি সংযুক্ত মোর্চার কার্যকর্তাদের উদ্দেশ্যে আবেদন রাখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে পুণরায় নিয়ে যেতে হবে। সাথে তিনি যোগ করেন, আমি নিশ্চিত, বিজেপি কার্যকর্তারা আগামী ৭৫ দিন দিবা-রাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরায় পুণরায় পদ্ম ফুটিয়ে তুলবেন।এদিন ওই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরায় বিজেপির নির্বাচন প্রভারী ডা: মহেন্দ্র সিং, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা সহ শীর্ষ নেতৃত্বগণ।

