কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ যোগীর, বললেন এই দল কখনই ভারতকে সুরক্ষিত রাখতে পারবে না

মোরবি, ১৮ নভেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। শুক্রবার গুজরাটের মোরবিতে নির্বাচনী প্রচারে গিয়ে যোগী বলেছেন, কংগ্রেস আপনাদের বিশ্বাসকে সম্মান করতে পারে না, আপনাদের সমস্যাকে সমর্থন করতে পারে না এবং ভারতকে সুরক্ষিত করতে পারে না…তারা জাতীয় সঙ্গীতকেও সম্মান করতে পারে না।

যোগী এদিন আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর গুজরাট উন্নয়ন মডেল সমগ্র বিশ্বে স্বীকৃত। কোভিডের সময়, প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপায়ে পরিস্থিতির মোকাবিলা করেছেন… ”জান হ্যায় তো জাহান হ্যায়” প্রচারাভিযানের অধীনে প্রথম লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী মানুষকে বাড়িতে নিরাপদে থাকতে অনুপ্রাণিত করেছিলেন। যোগী আরও বলেছেন, তৃতীয় পর্যায়ে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়েছিল … তাছাড়া প্রধানমন্ত্রী মোদী বিনামূল্যে পরীক্ষা, ভ্যাকসিন এবং রেশন প্রদান করেছেন।