ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। একদিকে দল তৈরি করা, অপরদিকে প্রস্তুতি ম্যাচ। খুদে ক্রিকেটারদের কোচিং সেন্টার, প্লে সেন্টারগুলিও এখন যথেষ্ট ব্যস্ত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আলট্রা-এটেনশন অভিভাবকদের পাশাপাশি কোচরাও। দলটাকে ব্যালান্সড করার মধ্য দিয়ে সাফল্য অর্জনের লক্ষ্যে উচ্চাকাঙ্ক্ষী প্রত্যেকেই। দিন কয়েক আগে এগিয়ে চলো সংঘের ক্ষুদে ক্রিকেটাররা যেমন উদয়পুরের কেবিআই-এর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে, তেমনি আগামীকালও এরকম দুটি দলের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ হতে যাচ্ছে। খেলাটি হবে বোধজংনগরস্থিত নীপকো মাঠে। সকাল দশটায় ম্যাচ শুরু হবে। এন এস আর সি সি বনাম উদয়পুরের কেবিআই-এর মধ্যে। কোচ বিশ্বজিৎ পালের তত্ত্বাবধানে এনএসআরসিসি দল এবং শিবশংকর দেবনাথের তত্ত্বাবধানে উদয়পুরের কেবিআই দল। সদরের এনএসআরসিসি-র মতো উদয়পুরের কে বি আই টিমও গত বছরের অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সেরা দল। স্বাভাবিকভাবেই এখনকার এই প্রস্তুতি ম্যাচকেও গুরুত্ব দিচ্ছে কোচ এবং খেলোয়াড়রা।
2022-11-18

