গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : গুয়াহাটিতে চোর সন্দেহে উন্মত্ত জনতার প্ৰহারে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। ঘটনা আজ বৃহস্পতিবার সকালের দিকে গুয়াহাটি মহানগরের ফাটাশিল আদাগুদাম এলাকায় সংঘটিত হয়েছে। গণপ্ৰহারে নিহত যুবককে জনৈক সুনীল শৰ্মা বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, মৃত ব্যক্তি আজ ভোর প্ৰায় তিনটা নাগাদ একটি অস্থায়ী আবাসনে প্রবেশ করেছিল। তখন মোবাইল চোর সন্দেহ প্ৰায় ১৫ থেকে ১৭ জন শ্রমিক তাকে ধরে ফেলে বেধম মারধর করতে থাকে। প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। এর মধ্যে লোহার রড এবং কাঠের ব্যাট দিয়ে কেউ কেউ মারতে থাকে।
ইত্যবসরে ঘটনাস্থলে ফাটাশিল থানার পুলিশ ছুটে গিয়ে আহত সুনীল শর্মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন ইমার্জেন্সি বিভাগে কর্মরত ডাক্তাররা।
এদিকে ঘটনা সম্পৰ্কে এক মামলা রুজু করে ফাটাশিল পুলিশ তদন্তে নেমে ১১ জনকে আটক করেছে।

