তিরুবনন্তপুরম, ১৭ নভেম্বর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার পর আবারও খুলে গেল কেরলের শবরীমালা মন্দির। ১৭ নভেম্বর থেকে শবরীমালা মন্দির খুলে গেল দর্শনার্থীদের জন্য। করোনাকালের বিধিনিষেধ শিথিল হতেই ভিড় উপচে পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ভোর থেকেই মন্দিরের সামনে বিপুল সংখ্যক ভক্তদের ভিড় দেখা যায়।
এখন আর করোনা-সংক্রান্ত কোনও বিধিনিষেধ নেই। বৃহস্পতিবার থেকেই মন্দিরে ফের ঢুকতে পারছেন ভক্তরা। প্রতি বছর প্রায় ৭ লক্ষ মানুষ আসনে শবরীমালা মন্দিরে। করোনার জন্য বিগত দুই বছর নানা ধরনের বিধিনিষেধ ছিল, কিন্তু এ বছর নিয়মের বেড়াজাল শিথিল হয়েছে। তাই ভিড় এ বছর আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারের ভিড়ই অবশ্য তা বুঝিয়ে দিয়েছে।