রাঁচি, ১৭ নভেম্বর (হি.স.): অবৈধ খনি মামলায় রাঁচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বৃহস্পতিবার দুপুরের আগেই রাঁচিতে ইডি-র কার্যালয়ে হাজিরা দেন হেমন্ত সোরেন। সূত্রের খবর, অবৈধ খনি মামলায় অর্থ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি-র তদন্তকারী অফিসাররা। তিন সদস্যের ইডি আধিকারিকের একটি দল সম্ভবত তাঁকে জেরা করছেন।
এদিন সকালে ইডি-র দফতরে আসার প্রাক্কালে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। ইডি-র এই সমনকে ‘ষড়য্ন্ত্র’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, “এই ধরনের কর্মকাণ্ড রাজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করার চেষ্টা, সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলা যেতেই পারে। আমরা ক্ষমতায় আসার পর থেকেই আমাদের বিরোধীরা সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করে আসছিল।” হেমন্ত সোরেন আরও বলেছেন, “অভিযোগ সত্যি বলে মনে হচ্ছে না। আমি মনে করি বিশদ তদন্তের পরেই এজেন্সিগুলির একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা উচিত। আমি একজন মুখ্যমন্ত্রী, যেভাবে তলব করা হচ্ছে তাতে মনে হচ্ছে আমরা যেন দেশ থেকে পালিয়ে যাওয়া মানুষ।”