বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ, তামিল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ

চেন্নাই, ১৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে তামিলনাড়ু মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার তামিলনাড়ু মৎস্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদেরও নিকটবর্তী বন্দরে ফিরে যেতে এবং তাদের নৌকাগুলিকে নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।