ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। শীর্ষ স্থান ধরে রাখতে আগামীকাল মাঠে নামছে ত্রিবেণী সঙ্ঘ। প্রতিপক্ষ কল্যাণ সমিতি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে আজ ত্রিবেণী। আপাতত ৬ ম্যাচ খেলে ত্রিবেণীর পয়েন্ট ১৬। একম্যাচ কম খেলে কল্যাণ সমিতির পয়েন্ট ৪। ম্যাচটি কল্যাণ সমিতির কাছে তেমন গুরুত্ব না থাকলেও সুপারের আগে নিজেদের মনোবল বাড়িয়ে নিয়ে সুবোধ দেববর্মার ছেলেরা চাইছে আগামীকাল জয়। তাই মাথায় রেখেই দল মাঠে নামবে তা জানান কোচ সুবোধ দেববর্মা। তবে আগামীকাল ম্যাচে দলের রিজার্ভ ব্যাঞ্চের ফুটবলারদের দেখে নিতে চাইছেন কোচ। কল্যাণ সমিতি চাইছে ত্রিবেণীকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে।
2022-11-16

