বালি, ১৬ নভেম্বর (হি.স.) : ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ব্রিটেন-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে পৃথক পৃথক সময়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বালিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ভারত জি-২০-র প্রেসিডেন্সি পাওয়ায় খুশি প্রকাশ করেছেন ঋষি।
এছাড়াও ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদী। এই বৈঠকে প্রতিরক্ষা, এনার্জি, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্থনি আলবানিজের সঙ্গেও বৈঠক করেছেন মোদী। জি-২০ সম্মেলন শেষে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপহারও প্রদান করেছেন প্রধানমন্ত্রী। এদিনই বালি থেকে মাতৃভূমির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।

