বৈশ্বিক চিরাচরিত স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে সহযোগিতা ভারতের, মোদীকে ধন্যবাদ হু প্রধানের

বালি, ১৫ নভেম্বর (হি.স.): বৈশ্বিক চিরাচরিত স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস। জি-২০ সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর টুইট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, চিরাচরিত স্বাস্থ্য কেন্দ্র হোস্টিং এবং নির্মাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আপনার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ। সকলের স্বাস্থ্যের জন্য একত্রিকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *