নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): দিল্লির বাতাসের গুণমানে আগের দিনের তুলনায় সামান্য উন্নতি হয়েছে। একটু হলেও দূষণ-মুক্ত হয়েছে রাজধানী ও সংলগ্ন অঞ্চল। তবে, মঙ্গলবার সকালেও দিল্লির বাতাস ছিল সামান্য দূষণেরই কবলে, এদিন সকালে দিল্লির বাতাসের সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একেইউ) ছিল ২২১। যা মূলত মৃদু খারাপ পর্যায়েই পড়ে।
শুধু দূষণ নয়, ধোঁয়াশাও দিল্লীবাসীকে অস্বস্তির মধ্যে ফেলেছে। এদিন সকালেও দৃশ্যমানতা কম ছিল রাজধানীতে দিল্লিতে। যাইহোক, আগের দিনের তুলনায় মঙ্গলবার দিল্লিতে বায়ুদূষণ অনেকটাই কমেছে। দিল্লিতে দূষণ কমলেও, এদিন সকালে দূষিত ছিল রাজধানী সংলগ্ন উত্তর প্রদেশের নয়ডা, আবার দূষণ-মুক্ত হয়েছে হরিয়ানার গুরুগ্রামও। নয়ডাতে যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০২, সেখানে গুরুগ্রামে একিউআই ছিল ১৬২।

