বালি, ১৫ নভেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত সপ্তদশ জি-২০ সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও স্বল্প সময়ের জন্য কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে মিলিত হয়েছেন মোদী।মঙ্গলবার সকালে বালির অপূর্বা কেম্পিনস্কি হোটেলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডনের সঙ্গে স্বল্প সময়ের জন্য মিলিত হন মোদী, তাঁদের মধ্যে কিছুক্ষণ কথাও হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও কথা হয়েছে। এছাড়াও অন্যান্য জি-২০ নেতাদের সঙ্গেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
2022-11-15