প্রয়াত করিমগঞ্জের পবিত্র নাথ

করিমগঞ্জ (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়ের প্রাক্তন বড়বাবু পবিত্র নাথ প্রয়াত হয়েছেন। সোমবার রাত ১০টায় গুয়াহাটির অ্যাপলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে সহ বহু আত্মীয়স্বজন।

পবিত্র নাথ মূলত আকবরপুর গ্রাম পঞ্চায়েতের ধরকোণা গ্রামের বাসিন্দা হলেও বর্তমান ঠিকানা ছিল করিমগঞ্জ শহরের থানা রোড এলাকায়। তিনি করিমগঞ্জের পাথারকান্দি ব্লক কার্যালয়ে কর্মরত ছিলেন। দীর্ঘদিন থেকে দুরারোগ্য রোগে ভুগছিলেন পবিত্রবাবু। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় গুয়াহাটির অ্যাপলো হাসপাতালে। কিন্তু হাসপাতালে গত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গুয়াহাটি থেকে আজ মঙ্গলবার সকালে প্রয়াতের মৃতদেহ নিয়ে আসা হলে ধরকোণায় পৈতৃক ভিটায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে থানা রোড সহ ধরকোণা গ্রামে।