সপ্তাহের শুরুতে ধসের মুখে শেয়ার বাজার

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : সোমবার সামান্য পতন শেয়ার বাজারে। গত সপ্তাহের শেষদিন শুক্রবার বড় উত্থানের পর বাজারে বিক্রেতার ভিড়। সোমবার সেনসেক্স পড়েছে ১৭০.৮৯ পয়েন্ট বা ০.২৮ শতাংশ।

বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬১,৬২৪.১৫ পয়েন্টে। এদিন নিফটির পতন ২০.৫৫ পয়েন্ট বা ০.১১ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৩২৯.১৫ পয়েন্ট। নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে ২৫টিতে অগ্ৰগতি হয়েছে। পিছিয়েছে ২৪টি কোম্পানি।
এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ৯০৬টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১০৮৭টি কোম্পানির শেয়ার দর। আজ সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে।

এদিন নিফটির অটো, আইটি, মেটাল, ফার্মা, রিয়েলটি, স্বাস্থ্যপরিসেবা সূচক, তেল ও গ্যাস সেক্টরে বৃদ্ধির সবুজ সংকেত দেখা গিয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা, এফএমসিজি, মিডিয়া শেয়ার পতনের সঙ্গে বাজার কমেছে।