গুয়াহাটি পৌঁছলেন ‘ড্ৰিম গাৰ্ল’ হেমা মালিনী, যাবেন নলবাড়ি রাস মহোৎসবে

গুয়াহাটি, ১৪ নভেম্বর (হি.স.) : একদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি পৌঁছলেন সাংসদ তথা ‘ড্ৰিম গাৰ্ল’ হেমা মালিনী। আজই যাবেন ৮৯-তম নলবাড়ি রাস মহোৎসবে।

সোমবার গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করলে বলিউডের ‘ড্ৰিম গাৰ্ল’কে চোখের দেখা দেখতে ভিড় জমান তাঁর অনুরাগীরা। বিমানবন্দরে হেমা মালিনীকে উষ্ণ স্বাগত জানান নলবাড়ি রাস মহোৎসবের পদাধিকারীরা। বড়ঝাড় বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসন ব্লু-তে। রেডিসন ব্লু-তে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লাল রঙের ভিনটেজ কারে তাঁকে নিয়ে যাওয়া হবে নলবাড়ি রাসমহোৎসবস্থলে।

রেডিসন ব্লু-তে সাংবাদিকদের মুখোমুখি হলে কামাখ্যা মন্দিরে গিয়ে মাকে দৰ্শন করার অদম্য ইচ্ছা প্ৰকাশ করেছেন বলিউডের অভিনেত্ৰী তথা বিজেপি নেত্রী সাংসদ। হেমা মালিনীর সঙ্গ দিচ্ছেন অসম পৰ্যটন উন্নয়ন নিগমের পরিচালন অধিকর্তা পদ্মপাণি বরা।

অসমের নলবাড়িতে রাস মহোৎসবে অংশগ্রহণ করতে আসছেন বলিউড অভিনেতা কমেডিয়ান আসরানি। ৮৯-তম নলবাড়ি রাস মহোৎসব গত ৭ নভেম্বর হরিমন্দির চত্বরে বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে শুরু হয়েছে। চলবে ১৩ দিনব্যাপী।

অসম পৰ্যটন উন্নয়ন নিগমের পরিচালন অধিকর্তা পদ্মপাণি বরা জানান, আগামীকাল বলিউড অভিনেতা কমেডিয়ান আসরানিও আসরানি আসবেন। ইতিমধ্যে তিনি সবুজ সংকেত দিয়েছেন। সবুজ সংকেত দিয়ে এক চিঠিতে অসম সরকারকে ধন্যবাদ জানিয়ে আসরানি বলেছেন, আগামী ১৫ নভেম্বর তিনি নলবাড়িতে চলমান রাস মহোৎসবে আসছেন। চিঠিতে আসরানি বলেন, তিনি রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে জয়ন্তমল্ল বরুয়ার (অসমের পর্যটনমন্ত্রী) কাছে, যিনি ৮৯-তম নলবাড়ি রাস মহোৎসবের সভাপতি। কেননা, এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, তাই তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আসরানি।

প্ৰসঙ্গত, এ বছরের রাস মহোৎসবের বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী প্রতিমা রাসের সংমিশ্রণ এবং রাস পরিবেশন। নলবাড়ি রাস মহোৎসবে পরিবেশন করার জন্য বিশেষভাবে চারটি রাস যেমন মাজুলি রাস, মথুরা-বৃন্দাবন রাস, গুজরাটি ডান্ডিয়া রাস এবং মণিপুরের বসন্ত রাসলীলা প্রদর্শন করা হচ্ছে। ইতিমধ্যে এই কয়দিন বেশ কয়েকটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *