কাছাড়ের লক্ষ্মীপুরে ৫৪ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, ধৃত দুই

শিলচর (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট পাচারের বিরুদ্ধে গোপন অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড়ের লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ৫৪ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। একই সঙ্গে বিপুল পরিমাণের নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেট পাচারে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃত দুই পাচারকারীকে টানা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।