বিশালের বিশাল ইনিংসে হায়দ্রাবাদ জয় ত্রিপুরার

হায়দরাবাদ-‌১৯০
ত্রিপুরা-‌ ১৯১/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। বিশালের বিশাল ইনিংস। আর বিশাল ইনিংসের কাঁধে ভর দিয়ে হায়দ্রাবাদ জয় করলো ত্রিপুরা। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। উত্তর প্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর রবিবার ব্যাট এবং বলে জ্বলে উঠেন ত্রিপুরার ক্রিকেটাররা। দিল্লির এয়ারফোর্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে ৭ উইকেটে। হায়দরাবাদের গড়া ১৯০ রানের জবাবে ত্রিপুরা ১৫ ওভার বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রাজ্যদলের ওপেনার বিশাল ঘোষের বিশাল ইনিংসে ত্রিপুরার জয় সহজ করে দেয়। বিশাল ১০২ রানে অপরাজিত থেকে যান। বিশালের পাশাপাশি ত্রিপুরার জয়ের অন্যতম কারিগর পেশাদার ক্রিকেটার দীপক ক্ষাত্রী। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়েন হায়দরাবাদের ব্যাটসম্যান-‌রা।মিডল অর্ডারে রবি তেজা যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে হায়দরাবাদের স্কোর সম্ভবত ১০০ রানের গন্ডি পার হতো না। তেজা ৯২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন। এছাড়া হায়দরাবাদের পক্ষে রিসিথ রেড্ডি ৬৬ বল খেলে ৬ টচি বাউন্ডারির সাহায্যে ৩৯, ভবেশ শেঠ ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং বুদ্ধি রাহুল ২৯ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ত্রিপুরার পক্ষে অভিজিৎ সরকার (‌৩/‌২৭) এবং পারভেজ সুলতান (‌৩/‌৩০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরা শুরুতে২৭ রানে বিক্রম কুমার দাস (‌৯) এবং সুদীপ চ্যাটার্জিকে (‌০) হারানোর পর বিশালের সঙ্গে রুখে দঁাড়ান দীপক ক্ষাত্রী। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তৃতীয় উইকেটে ওই জুটি ১৪৮ বল খেলে ১২৫ রান যোগ করে ত্রিপুরার‌‌‌‌ জয়কে সহজ করে দেন। দীপক ৭২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করে প্যাভেলিয়নে ফিরেন। এরপর শুভম ঘোষকে সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেওয়ার পাশাপাশি মরশুমে নিজের প্রথম শতরান পূরণ করেন বিশাল। ত্রিপুরা ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিশাল ১১১ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০২ রানে এবং শুভম ১০ বল খেলে ৬ রানে অপরাজিত থেকে যান। হায়দরাবাদের পক্ষে ই সঙ্কেত (‌২/‌৪১) সফল বোলার। ১৫নভেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *