ধিং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত ধিঙে পুলিশের অভিযানে বমাল আটক হয়েছে দুই ড্রাগস কারবারি। ধৃত দুই মাদক কারবারিকে ময়ূর দেবনাথ এবং সঞ্জীব নাথ বলে শনাক্ত করেছে পুলিশ
আজ রবিবার ধিং থানার ওসি মিঠু দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে তাঁর নেতৃত্বে পুলিশের এক দল ময়ূর দেবনাথ এবং সঞ্জীব নাথ নামের দুই ড্ৰাগস কারবারিকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে প্রচুর পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করেছেন তাঁরা। ওসি মিঠু দাস জানান, ড্ৰাগস বিরোধী অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্যের সঙ্গে দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ময়ূর এবং সঞ্জীবকে ধিং থানায় আটক করে এলাকায় মাদক বাণিজ্য সম্পর্কে জেরা চলছে বলে জানান ওসি মিঠু দাস।