নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ উদয়পুরে দেবীগ্রামের পর সংস্কার ভারতীর উপহার গাড়োগ্রাম৷ কলা ও সংসৃকতির উন্নতির জন্য কর্মরত প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয় ও সহযোগিতা করে তোলার সাথে সাথে নতুন প্রজন্মকে সাহিত্যের প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে সারা রাজ্যব্যাপী কাজ করে চলছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত৷ সংস্কার ভারতী ইতিমধ্যেই সারা রাজ্যে নাম কামিয়েছে তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে৷ যার মধ্যে অন্যতম রাজধানী আগরতলার লঙ্কামুড়ার আলপনা গ্রাম৷ এরপর উদয়পুর মহকুমার মাতারবাড়ির গানথালুঙ এলাকায় সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে তৈরি হতে হয়েছিল দেবীগ্রাম৷ এই দেবিগ্রামকে ভ্রমন পিপাসুদের সাড়া দিয়ে উদয়পুর নাতিন টিলা স্থিত গাড়ো গ্রাম তৈরি হতে যাচ্ছে৷
শনিবার সন্ধ্যায় সংস্কার ভারতী রমেশ চৌমুনীস্থিত সংস্কার ভারতী গোমতী জেলার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথাগুলো জানান সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তে সম্পাদক তথা গাড়োগ্রাম অনুষ্ঠানের আহ্বায়ক শেখর দত্ত৷ এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রান্তের সদস্য জনার্ধন ভৌমিক, গোমতী জেলা সম্পাদক সুব্রত দাস, সংস্কার ভারতী গোমতী জেলা সভাপতি সমীর দাস, সঙ্গীত বিধান সংযোজক মৃন্ময় দাস সহ অন্যান্যরা৷ এদিন কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো জানান, আগামী ১৪ই নভেম্বর থেকে ১৬শে নভেম্বর ৩ দিনব্যাপী জনজাতি অধ্যুষিত এই নাতিন টিলা এলাকায় গাড়োগ্রাম নির্মাণের কাজ চলবে৷ প্রতিটি মাটির ঘরে দেওয়ালে এবং উঠানে আল্পনা আঁকা, চিত্রকলা, সংগীত, নৃত্য এবং বিভিন্ন সাংসৃকতিক অনুষ্ঠানের মাধ্যমে ৩ দিনের এই দেবীগ্রামের অনুষ্ঠানকে সাজিয়ে তোলা হয়েছে৷ ৩দিন গাড়োগ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে সকল রাজ্যবাসীর সাদর উপস্থিতি কামনা করেছেন কর্মকর্তারা৷ উল্লেখ্য এই গাড়োগ্রামকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর সহ উদয়পুর মহকুমার সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে৷
2022-11-13

