মায়ানমারকে গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান রাষ্ট্রসংঘের

নম পেন, ১২ নভেম্বর (হি.স.) : মায়ানমারের সামরিক সরকারকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এটাই একমাত্র পথ। শনিবার কম্বোডিয়ার রাজধানী নম পেনে এক সম্মেলনে যোগ দিয়ে মায়ানমারের জুন্টা সরকারের প্রতি এ আহ্বান জানান গুতেরেস।

রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, মায়ানমারকে ঘিরে ধরা দুঃস্বপ্ন বন্ধের এক মাত্র পথ গণতান্ত্রিক ধারায় ফেরা। মায়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি অন্তহীন দুঃস্বপ্ন। বর্তমান অবস্থা পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, আমি মায়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে আহ্বান জানাই। রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হোক। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ। ক্ষমতাসীনদের দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানসহ ইউরোপীয় ইউনিয়ন মায়ানমারজুড়ে চলমান সহিংসতা বন্ধে দেশটির জুন্টা সরকারকে ব্যাপক চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু কারও কোনও পরামর্শ বা কোনও আহ্বানকে তারা গুরুত্ব দিচ্ছে না। ফলে দেশটির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এ অবস্থায় আসিয়ানের শীর্ষ সম্মেলনে মায়ানমার ইস্যু, দেশটির রক্তপাত এড়ানসহ কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ব্যর্থ। এদিকে, মায়ানমারও আসিয়ানের সদস্য। তাই দেশটিকে কয়েকটি শর্তও দিয়েছে জোটটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *