জয়পুর, ১২ নভেম্বর (হি.স.) : শনিবার রাজস্থানের দৌসা জেলায় টায়ার ফেটে যাওয়ার পরে একটি জিপ উল্টে গিয়ে এক কিশোর সহ দুইজন নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
দৌসার মনপুর এলাকায় এই দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলেও জানান তারা। জিপটি একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের পিকনিকের জন্য বাসী শহর থেকে আগ্রায় নিয়ে যাচ্ছিল। স্কুলের কর্মীরা এবং অন্যান্য ছাত্ররা জিপের পিছনে থাকা একটি বাসে ভ্রমণ করছিল বলেও পুলিশ জানিয়েছে।